ক্রিকেট বিশ্বকাপের কিছু মজার তথ্য।

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য ক্রিকেট বিশ্বকাপের কিছু মজার তথ্য নিয়ে হাজির হয়েছি। তাহলে জেনে নেওয়া যাক সে সকল তথ্য গুলো। আশা করি আপনাদের ভালোই লাগবে।

প্রথম ম্যাচঃ ইংল্যান্ড বনাম ভারত (7 জুন 1975) ‍
প্রথম রানঃ জন জেমসন (ইংল্যান্ড)
‍প্রথম চারঃ ডেনিস এমিস (ইংল্যান্ড)
প্রথম ছক্কাঃ কিথ ফ্লেচার (ইংল্যান্ড)
প্রথম ব্যাটসম্যানঃ জন জেমসন (ইংল্যান্ড)
প্রথম বোলারঃ মদন লাল (ভারত)
প্রথম উইকেটঃ মহিন্দর অমরনাথ (ভারত)
প্রথম বোল্ডঃ কিথ ফ্লেচার (ইংল্যান্ড)
প্রথম ক্যাচঃ শ্রীনিবাস ভেঙ্কট রাঘবন (ভারত)
প্রথম এলবিডব্লিউঃ টনি গ্রেগ (অস্ট্রেলিয়া)
প্রথম কটবিহাইন্ডঃ জন জেমসন (ইংল্যান্ড)
প্রথম রান আউটঃ রামেশ শেটি (পূর্ব আফ্রিকা)
প্রথম হিট উইকেটঃ রয় ফ্রেডরিক (ওয়েস্ট ইন্ডিজ)
প্রথম হ্যাটট্রিকঃ চেতন শর্মা। (ভারত)
প্রথম পাঁচ উইকেটঃ ডেনিস লিলি। (অস্ট্রেলিয়া)
প্রথম হাফ সেঞ্চুরিঃ ড্যানিস এমিস। (ইংল্যান্ড)
প্রথম সেঞ্চুরিঃ ড্যানিস এমিস। (ইংল্যান্ড)
প্রথম জয়ঃ ইংল্যান্ড।
প্রথম ম্যান অফ দ্যা ম্যাচঃ ড্যানিস এমিস। (ইংল্যান্ড)
প্রথম চ্যাম্পিয়নঃ ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যান অফ দ্যা টুর্নামেন্টঃ মার্টিন ক্রো। (426 রান, নিউজিল্যান্ড)
প্রথম ফাইনাল ম্যাচে সেঞ্চুরিঃ ক্লাইভ লয়েড। (85 বলে 102 রান)
প্রথম ফাইনাল ম্যাচে 5 উইকেটঃ গেরি গিলমোর। (48 রানে 5 উইকেট, অস্ট্রেলিয়া)
পরে ব্যাটিং করে বিশ্বকাপ জেতা প্রথম দলঃ শ্রীলঙ্কা। (1996 সালে 7 উইকেটে জয়)
প্রথম 0 রান করা খেলোয়াড়ঃ অনুরা টেনেকুন। (শ্রীলঙ্কা)
প্রথম 50 ওভারের ম্যাচঃ 1987 বিশ্বকাপে।
প্রথম রঙিন পোশাকের ব্যবহারঃ 1992 বিশ্বকাপে।
প্রথম 1000 রান করা খেলোয়ারঃ ভিভ রিচার্ডস। (ওয়েস্ট ইন্ডিজ)
প্রথম 50 উইকেট পাওয়া খেলোয়াড়ঃ ওয়াসিম আকরাম। (পাকিস্তান)
প্রথম ডাবল সেঞ্চুরিয়ানঃ ক্রিস গেইল। (ওয়েস্ট ইন্ডিজ)
প্রথমবারের মতন টানা চার সেঞ্চুরি হাঁকিয়েছেনঃ কুমার সাঙ্গাকারা। (শ্রীলঙ্কা)
প্রথমবারের মতো 400 রান করেঃ ভারত। (2007 বিশ্বকাপে বারমুডার বিপক্ষে।)
ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংসঃ মার্টিন গাপটিল (237, নিউজিল্যান্ড)
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কাঃ ক্রিস গেইল (16,ওয়েস্ট ইন্ডিজ)
সেরা বোলিং ফিগারঃ গ্লেন ম্যাকগ্রা (7/15)(অস্ট্রেলিয়া)
সর্বোচ্চ দলীয় ইনিংসঃ অস্ট্রেলিয়া (417)
দুইবার হ্যাট্রিক করা একমাত্র বোলারঃ লাসিথ মালিঙ্গা। (শ্রীলঙ্কা)
এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকঃ রোহিত শর্মা। (5, ভারত)
বিশ্বকাপে এই পর্যন্ত টাই ম্যাচের ঘটনা ঘটেছেঃ    5 টি
সর্বোচ্চ 5 বার বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেনঃ স্টিভ বাকনার
সর্বোচ্চ 5 বার বিশ্বকাপ জিতেছেঃ অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে টানা 18 ম্যাচে হারের তিক্ত রেকর্ড আছেঃ জিম্বাবুয়ের।
বিশ্বকাপে টানা 27 ম্যাচ জয়ের রেকর্ডঃ অস্ট্রেলিয়ার।
বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসঃ কানাডা (36/10)
বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ডঃ ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। (372, ওয়েস্ট ইন্ডিজ)
এক আসরে সর্বোচ্চ ব্যাক্তিগত রানঃ শচীন টেন্ডুলকার (673, ভারত)
বিশ্বকাপে খেলা দলের সংখ্যাঃ 20
প্রথম বিশ্বকাপ জয়ী দলঃ ওয়েস্ট ইন্ডিজ (1975)
প্রথম রানার্সআপ দলঃ অস্ট্রেলিয়া (1975)

Related Posts

19 Comments

মন্তব্য করুন